অভিব্যক্তি নিউ জার্সি
কবিতা / পৌষালি ২০২৩
একবার সাহস করে ঝাঁপ দিয়েছিলাম নদীতে বলেছিলাম নদী, তুমি আমায় ধরো – নদী কথা রেখেছিল আমার । তখন বিশ্বাস ছিল খাঁটি তাই সাহসও ছিল দুর্জয়। আজ সেই বিশ্বাসে বুদ্ধি আর বিশ্লেষণের ভেজাল ঢুকেছে তাই সে সাহসও আর নেই।