কী অদ্ভুতভাবে প্রতিটি বাড়ি থেকেই একটা রাস্তা বের হয় আর তারপর তা ক্রমাগত এগিয়েই চলে মুদির দোকান, বন্ধ সিনেমা হল, আটা চাকি, সেলুন, পার্টি অফিস, শনি মন্দির, স্টেশন রোড, বটতলা, স্টেট ব্যাঙ্ক, আজাদ হিন্দ ক্লাব, কাঠ গোলা, সাইকেল গ্যারেজ পেরিয়ে অভয় মিত্র সরণী ধরে মিন্টুর প্রাক্তন প্রেমিকার বাড়ির পাশ দিয়ে সূর্য বিড়ির গলি হয়ে শ্যামল মাস্টার, নন্দীর মাঠ, রফিক টেলারিং, অন্নপূর্ণা গার্লস স্কুল, মাদার ডেয়ারি, নেতাজী মোড় থেকে কোলে পাড়া ঘুরে ব্রাইট কোচিং সেন্টার ক্রস করে ব্যানার্জি পাড়ায় ঢুকলেই আবার সেই বিস্কুট কালার বাড়িটা দেখা যায়। যার সামনে এসে দাঁড়ালেই টাইগার উঠে পড়ে লেজ নাড়ায় আর গেটের চেনা শব্দ পেয়ে শুভ্রা দরজার পাল্লা খুলে দাঁড়ায়। তাই আজও অরূপবাবু কোথাও হারিয়ে যেতে পারেননি!