চোখের কোল ঘেঁষে লেগে থাকা বৃষ্টির ফোঁটা এই বসে থাকা। চাঁদ ভাসে, জলভারে স্ফীত হয় মেঘ। জ্যোৎস্নায় জোয়ার খেলে যেদিকে তাকাই পাতাঝরা সন্ন্যাস নিচু হয়ে পদধূলি নিই, ছাই ওড়ে টুসুগানের ভিতর মাটির সরায় কিশোরীর বেণী জেগে থাকে। কোথা দিয়ে কোথা যায়; আমি তার সুর ছুঁয়ে জন্মান্তরের ঝরে পড়া দেখি।