নিমগ্ন নীল বিষে বিপন্ন আয়ু

কাঁথি, পূর্ব মেদিনীপুর

হাতে তখন জিয়নকাঠি একমুঠো ঈশ্বর কণা 
ভাসমান শব্দ তরঙ্গে খসে পড়ে অন্ন পথের দিশা
অচেনা পাখিদের পালক ঝ'রে পড়ে শব্দহীন ঘ্রাণ
অসামাজিক গর্তের থেকে ভেসে যাচ্ছে
ক্রমশ ঢেকে যাচ্ছে আত্মক্ষয়ের শ্বাসে ব্ল্যাকহোল
কুশলী প্রণয় ভাষণে শরীর জুড়ে ফোটে রক্তকরবী 
ভালোবেসে অবিশ্বাস নরম মৃত্যুর কোমল অভিমান 
আশ্চর্য অস্থিরতায় ঢেকে যাচ্ছে স্তাবকতার ছায়া
#
ষড়যন্ত্র দিব্যি লুকিয়ে বাতানুকূল আলো ঘরে নিঃসঙ্গ প্রেম
বুকের অসুখেও জড়িয়ে প্রেমিকার আবছা মুখ
অলৌকিক আগুনেও ঝলসে যায় অন্ধ চোখ 
ডাকিনী রহস্য ভাসে উন্মাদ হাওয়ার উজানে
অনাবশ্যক কল্পলতায় ঝুলেই আছে জীবন কত
একাকী বাউল বোনে একতারায় গান অবাধ্য নিয়তি 
প্রাণবন্ত শরীরে তুমুল উৎসব শতচ্ছিন্ন অক্ষরেখা 
বিপন্ন ভাষা ঘরে পোড়ে বিপন্ন রাষ্ট্রের জল ছবি
#
নিঃশব্দে অন্ধকার ঘিরে আছে চতুর্দিকে চেনা আততায়ী 
সকলেই বুঝতে পারি নিমগ্ন নীল বিষে বিপন্ন আয়ু 

বৈশাখী ২০২৪