বিভিন্ন হয়ে ছড়িয়ে যায় শিকারির অধ্যবসায়.. বাঁশির পিঠে ঠাট্টার আশ্রয়ে বেড়ে ওঠা বাষ্প অঞ্চলে তুমি আমি... ঘ্রাণে ঘ্রাণে মাংস গন্ধ— অবসন্ন তপোবন থেকে শিকারি মাছরাঙ্গা- মাখামাখি আঁশ আঁশ আঁশ, নৌকা আঁকি না বহুদিন, তবু জাল বোনার অভ্যাস। অন্ধকার ভেঙে পতঙ্গের চলাচল- লম্পর আলো ঘনিয়ে এলে অবান্তর সঙ্গমের দৃশ্য সাজায় নকল চুম্বন।