যদি কথা দাও, তবে একবার ঘুরে দাঁড়াও পাহাড়ের মতো ঋজু। যদি ভালবাসো, তবে বয়ে আনো পলিমাটি, নদীর মতো আদরে। যদি ব্যথা পাও, তাকে গোপনই রেখে দিয়ো, যেমন মুক্তো ঝিনুকে। যদি মেঘ করেই, তবে বৃষ্টি হয়ে ঝরো, মাটির গর্ভ সঞ্চারে। যদি হাত ধরো, তবে উষ্ণতা যেন থাকে পশমের আদরের। যদি প্রেমিক হও, তবে নতজানু হও, অগ্ন্যুৎপাতের ঠিক আগে। যদি সফলভাবেই চলে যেতে চাও, তবে একবার পুরনো খোলস ছেড়ে, রুখে উঠো, যথার্থ একটি মৃত্যুর জন্য। অভিমান নয় নিজেকে একবার খুব নগ্ন দাঁড় করাও নিজের সামনে; দেখো কোথায় শ্যাওলা জমেছে।
1 Response
দারুণ লাগল লেখাটা।আগামীতে আরও এরকম লেখার
অনেক ধন্যবাদ।