বিজয়া দশমী

হাবড়া, উত্তর চব্বিশ পরগনা

এখনও যায়নি চলে ছাতিমের ঘ্রাণ, উমা যাবে বলে
এই সাজ, এই আয়োজন...
এখনও কবিতা জুড়ে নবমী নিশির গান লেখে
একালের কোনো ভক্ত রামপ্রসাদ,
তিনি তো অন্তরে ছিলেন, জলে ভাসে তাঁর কাঠামো শরীর...
ওই তো জ্যোৎস্না আসে, ধীরে, কোজাগরী রাত
ছাতিম আলোতে তিনি সিদ্ধিদাত্রী, সুখদা, মোক্ষদা সদা
চারিদিকে দেখেছ কি তাঁর হরিৎ বর্ণ মায়া...

বৈশাখী ২০২৪