সময়ের মেঘদূত

কলকাতা ৪২

  
বৃষ্টির গভীর জলে আমি শুধু শব্দ তুলে ধরি
এলোকেশী অন্ধকার দূরত্বেই হাত ধুয়ে নেয়
আকাশ তাহার পায়ে যত্ন নিয়ে হাত রেখে দেয়
মেঘেদের গতজন্ম কাহিনী আকারে যেন পড়ি।

রামগিরি পর্বতের মেঘ ডানা জুড়ে চিঠি নিল 
কোথায় অলকাপুরী, কতদূর যক্ষপ্রিয়া থাকে
তবুও অনন্ত ঘূর্ণি পাকে পাকে জড়িয়েছে যাকে
সংবাদ বহন করে দিতে হবে কাকে, জানা ছিল।

আটপৌরে শাড়ি থেকে গন্ধময় স্মৃতির উত্থান
আমাদের বাড়িঘর সব আজ মেঘময় পুরী
সারাদিন কষ্টক্লেশ, সন্ধ্যায় আঁধার নিয়ে ঘুরি
মধ্যরাতে প্রেম দেখি খুঁজে নেয় সার্বিক সম্মান।

বৃষ্টির গভীর থেকে জেগে ওঠে ইন্দ্রজাল ছবি
রহস্য মাখিয়ে প্রেমে অপরূপ সাঁতরায় কবি।

বৈশাখী ২০২৪