
এত আয়োজন ফেলে বাতাসে বিষণ্ণতা ছড়িয়ে একদিন ফিরে যাবে এমনই তো কথা ছিল এমনই তো কিছু দ্বিধাহীন অলিখিত বোঝাপড়া থাকে ভালোবাসার গল্প জুড়ে তবু বিদায়ের সময় কাছে এলে বুকের ভিতর জেগে ওঠে এক অবুঝ প্রতারক প্রতিশ্রুতি ভেঙে দিয়ে পথ আগলে দাঁড়ায় অশ্রুসিক্ত চোখ যদিও এসব সম্মোহনের বৃত্ত অতিক্রম করে তুমি এগিয়ে চলেছ মিলনের পথেই তবু আজ হাওয়ায় হাওয়ায় বেজে উঠছে এক নির্মম বিচ্ছেদের গান বেলাশেষে আর কোনো অভিযোগ নেই সময়ের কাছে শুধু জানা হ'লো না কী কথা অনুচ্চারিত রেখে গেলে আমাদের শেষ সংলাপে।