রাস্তাঘাট অলিগলি এসব কিছুই চেনো না তুমি তবুও হুটহাট করে বেরিয়ে পড়ো রাস্তায়। এ শহরে এখনও তোমার পায়ের ছাপ পড়েনি। এতরাতে কী করে ফিরবে আজ কার দরজায় টোকা দেবে বারবার কুকুর হইতে সাবধান, এই বিজ্ঞপ্তি লক্ষ্য রেখো। কে খুলবে শীতের দরজা রাত্রির কুয়াশা ভেঙ্গে। সারাজীবন একটিই নক্ষত্রের নিচে হেঁটে গেছো তুমি কখনো দেখোনি রাত্রি ও পেঁচার ছায়া। কতবার বলেছিলাম অন্তত একটা সাম্প্রতিক কালের ছবি তুলে রেখো। নিরুদ্দেশের বিজ্ঞাপনে কখনো কি ছেলেবেলার ছবি চলে! সে যাই হোক ফিরে এলে কাল প্রাতঃভ্রমণে বেরিয়ে তোমার সঙ্গে কয়েক কপি ছবি তুলে রাখবো এবার।