স্বার্থসাথি

চুঁচুড়া, হুগলি

  
নলিতে ধরেছে ঘুণ গলিতে বিস্ময় ক্ষত
ঘুমিয়েছে ঝাউপাতা গোঁসাই বাগানে
কারণ খুঁজতে গিয়ে ভেঙেছে চশমার ডাঁটি
গরিব নাতবৌ আমার এনেছে ঈষদুষ্ণ গরম জল

বাথরুমে শুয়ে শুয়ে ধনেশ পাখির ঠোঁটে 
গা ঘষে ঘষে সাধু ভাষায় ছিন্ন করেছি 
                             সমাস সন্ধির সন্দেহ পদ
এর আগে কত নদী কুণ্ড হ্রদ তালে তালে
শালপাতা কলাপাতা চৌকো নৌকো 
                           দুগ্ধ দধি ঘৃত আতপ সুমারি

দাও ভাণ্ড নাও অণ্ডের কুষ্ঠকোষ 
ষণ্ডচাঁড়াল আমি 
           খেয়েছি শুধু সাতসকালের খেজুর রস

ফাজিল নেশাড়ু সেজেছি 
পুচ্ছ তুলে গুচ্ছ ফুলে উদ্দাম নেচেছি
স্বার্থসাথীর অনুসন্ধানে
উপহার পেয়েছি মেঘজমি বাইশশো বর্গ ছাদ
খাতাবুক ডাউনলোড করে দেখি 
                                     সবই মধুর পরমাদ

বিশ্বাসে দিয়েছি দেহ তর্কে বুঝেছি তা ছিল                                                      নিস্পন্দ কঙ্কাল

বৈশাখী ২০২৪