প্রেম মানে তো অন্ধ, জেনেও থমকে থাকি প্রেমে! এসব কথা ক'জন বলো বোঝে? অনেক পুড়ে অনেক জ্বলে অনেক ক্ষয়ে ক্ষয়ে প্রেমিক তবু বিষাদ নদী খোঁজে! আকাশ থেকে নামলে ঘোড়া কিংবা তারাখসা হাতছানি দেয় মৃত্যুপুরীর নদী শীতল বিষে মৃত্যু নামে, প্রেমিক তবু ভাবে, 'আমার পাশে থাকতে তুমি যদি!' দুঃখ, হ্যাঁগো দুঃখ পেয়েও তুষের আঁচে পুড়ে সমস্তরাত অভিমানে ভিজে, বিষাদরঙা নদীর পাড়ে একলা বসে থাকে যায় না ফেরত নিজের কাছে নিজে!