এই অসময়ে লাল নীল সবুজের বৃত্তে খুঁজে নাও নিজস্ব বাসভূমি নদীর এপারে জলোচ্ছ্বাস ওপারে অপেক্ষায় ফেলে আসা প্রাচীন ইঁটভাটা, পাখির খাঁচাগুলি নির্মম উত্তর ভেসে আসে বাঁচামরার চাক্ষুষ উপপত্রে যদি ডাক আসে রঞ্জকের খনিতে শেষবারের মত রেখে এসো হিসাব রহিত অন্তঃগ্লানি ভেবে তল নাই পাও যদি উন্মত্তের ছোঁয়ায় পরম জলপাত্রে ভরে নিও একবুক নদী সে নদীর মুখ ভেসেছে সাগরের মাঝখানে শত শত জলযান ফিরে যায় নীরব জনতার মত ধীরে অগোচরে আরও কত দূর থেকে ভেসে আসে ডাক ঘরের বাইরে চেনা চেনা মুক্ত স্বর জীবিতের সন্ধানে...