সাক্ষী থাকুক বটগাছ

উত্তর দিনাজপুর

 
পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি দুজন
ঘনবর্ষণ, চারিদিক শূন্যপ্রায়
আলোর অভাব দেখছি চরাচরে
ভর বিকেলেই আজ অকালসন্ধ্যা নামবে মনে হয়
বারো বছর পর আজ দৈবাৎ দেখা হলেও কারো মুখেই কথা নেই
শুধু দূর থেকে একে অপরকে দেখে চলেছি
তুমি দেখছি ধীর, স্থির, অনেক পরিণত
আর আমি ? 
-- ঠিক উল্টো 
অথচ বুকে বেজে চলেছে দহনের নেপথ্য
কতক্ষণ এভাবে আবিষ্ট হয়ে আছি খেয়াল নেই
হুঁশ ফিরল তোমার কথা শুনে
"আমি চললাম । আর হয়তো দেখা হবেনা"
সেই শেষ কথা ।
আমি এখনও দাঁড়িয়ে আছি বটগাছের নীচে
যেন আবেগ রোমন্থনে মত্ত কোনও বিষাদের মিনার ।

বৈশাখী ২০২৪