জাতকের পরিণতি

বার্সেলোনা, স্পেন

উঁচু নিচু ছুঁচগুলোতে গেঁথে যাচ্ছে জাতকের দল,
কাছে দূরে, আরও দূরে, সুপরিকল্পিত সে নিক্ষেপ
কালের অমোঘ নিয়মেই ফেনা হয়ে গেঁজিয়ে ওঠা বুদ্বুদ,
ফেটে যাওয়ার আগে এক-একটা নামি বেনামি প্রলেপ।
প্রকৃতি ও প্রাকৃতিক, আহত বা মৃত,
পূর্বসূরী মোর, কৈবর্তদের জালে যা গেছে মিশে,
শত যুগপৎ নিপীড়িত আজ সিদ্ধহস্তে,
উলঙ্গ করেছে সবে, পাশার চাল আশীবিষে।
সভ্যতার ইতিহাসে আমি এক মূর্তিমান আধুনিক সং,
যবনিকা তুলে ধরি আমি, চরম পরাকাষ্ঠা এ হেন
যা কিছু অতীত যা কিছু সাক্ষি রেখে গেছে,
প্রহেলিকা ভেঙে আজ ধাবমান গরল সফেন।
সভ্যতার মোচ্ছবে নিয়মিত মৌতাতে,
অহরহ এযাবৎ কত শত হয়েছে নিগীর্ণ।
বিধাতার অভিশাপে সুচারু চুক্তি হতে,
খলতায় আজ মোরে উদ্যত করতে বিদীর্ণ।

বৈশাখী ২০২৪