মর্মর মূর্তি

সাঁতরাগাছি, হাওড়া

আকাশে বাজপাখিদের বাঁধানো পথ
অভ্র দিয়ে সাজানো
ঢাকনা খুললে মূল্যবান অশ্রুগুলো দেখি  
কী ভাবে আমি সারারাত কেঁদেছিলাম একটি সাদা পেয়ালায়
রেস্তোরাঁর কাচে গাড়ির ঝাপটা 
আমি আয়নার ভেতরে ঝাঁপ দিই উৎস খুঁজতে

আমরা স্বপ্নের দিকে যাই

জলের ওপর মেঘ 
আমাদের  মর্মর মূর্তি।

বৈশাখী ২০২৪