চিলেকোঠা

বাবরবাগ, বর্ধমান

হয়তো তুমি আমাকে বিশ্বাস করো
আর বারান্দায় রেখে যাও শীত ও হেমন্তলিপি
বাঁদিকে ঠিকানা লেখা
তোমাদের পুরনো বাড়ির -------
ঠাকুরদালান থেকে রোদ সরে গিয়ে
                                 নেমে আসে বকুলতলায়


আমাকে নেবে না জানি তোমাদের সান্ধ্য উৎসবে
তবু রোজ ঘুমের ভিতরে
হাত রাখো অবিন্যস্ত চুলে
আমি ঘুম ভেঙে জেগে উঠে
একজন্ম পার হয়ে যাই
শিয়রে চুম্বন করি, সংকেতবিহীন
যেন সে পরম অন্ন; জন্মলোভাতুর ...

পৌষালি ২০২২ ‘কল্পবিজ্ঞান’ সংখ্যায় প্রকাশিত