অঙ্গ জুড়ায়

কীর্ত্তিপুর, নওগাঁ, বাংলাদেশ

হলুদ ফুলেরা গলা ধরে হাসে সরিষা ক্ষেতে
ফুলে ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে উঠে মেতে
সূর্যের কিরণ মিষ্টতা ছুঁয়ে দিয়ে যায়
স্বর্গের সৌন্দর্যে বাংলা তার অঙ্গ জুড়ায়।

মন হারিয়ে যায় বিস্তীর্ণ হলুদের প্রান্তরে 
মোহিনী রূপ আলিঙ্গন করি দু'চোখ ভরে
মাঝে মাঝে হিমেল বাতাস স্পর্শ দিয়ে যায়
স্বর্গের সৌন্দর্যে বাংলা তার অঙ্গ জুড়ায়।

বৈশাখী ২০২৪