স্বয়ংপ্রভ

শান্তিপুর, নদিয়া

শত্রুরা ঘিরে ফেলেছে নগর

পাঠাতন ফেলে পার করছে পরিখা।

অলঙ্ঘ্য প্রাচীর বেয়ে নেমে আসছে প্রাসাদপ্রাঙ্গণে 

এরপর ভেঙে ফেলবে সিংহদুয়ার। 

আমি অঙ্গুরীয় ওষ্ঠে ছোঁয়ানোর মুহূর্তে লক্ষ্য করলাম, 

ওদের কামান থেকে ঝাঁকে ঝাঁকে পুষ্পবৃষ্টি হচ্ছে,

তলোয়ারের বদলে হাতে তাদের রঙিন পিচকারি 

আর রক্তের বদলে আবির। 

এদের রাজাকে না দেখে মরি কী করে!

তাই মহার্ঘ বিষের আংটি হাতে নেমে এলাম প্রাকারপ্রান্তে;

এমন দুর্ধর্ষ শত্রুকে বরণ করে নেবার সময় যদি আর না আসে!

বৈশাখী ২০২৪