আঘাত

পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর

হাওয়ায় হাওয়ায় তীব্র ডিসেম্বর 

তোমাকে জানার পূর্বে সব কথা
ফুরিয়েছে, সব ভাষা হিম-মন্ত্রে 
শীতের শরীর।  

প্রতিটি বিচ্ছেদ দাগ রেখে যায়
                 হলুদ পাতায় 

তুমি ভালোবাসো আগুন 
ভালোবাসো শীত রাতে
            পশমি আদর 
অথচ
 যে অস্তিত্ব স্বীকার করনি
তাকে কেন ডাক দাও 
স্মৃতির থাবায়!

বৈশাখী ২০২৪