প্রবণতা

কলকাতা ৭০০১১৫

১.
উপোসী বাঘের মত
ঘাড় ভেঙে শুষে নিই প্রাণ
তোমার রক্তের সাক্ষী একা আমি
থাবা চাটি, অনস্তিত্ব চাটি
২.
হরিণী তোমার পিঠে লাফ দিয়ে উঠে
ঝটকায় আকন্ঠ দখল

সমস্ত শরীর দিয়ে
বুঝ দিই
উদগ্র কামনা 

মৃত তুমি
টেনে আনো তীব্রতর কাছে

৩.
তোমায় স্বস্তি দেব ভেবো না
ভেবো না যে কষ্ট পাব আমি
নিঃশ্বাসে ফুঁকে ফেলব
গিলে নেব একটি চুমুকে

আমার আমির মধ্যে নিজেকে হারাবে
৪.
মরা মোষ
ঘাড়ভাঙা হরিণের স্তূপে
বিজয়ী বাঘের মতো
অপূর্ব দাঁড়াই

তোমাকে শিকার ক'রে,
আত্মসাৎ ক'রে।

বৈশাখী ২০২৪