একটা উৎসবমুখর দিন থেকে আর একটা উৎসবে যেতে যেতে একবার সাঁকোর ওপর থমকে দাঁড়াও। অল্প সময়। ছল ছল জল। কাক চক্ষু। দেখে নাও ছায়া। না, পোষাক নয়। মুখ। কেবল জলেই আকম্পিত প্রতিবিম্ব তোমার কাঁপে। লহমায় থমকে থাকা চোখ ... কুড়িয়ে নিলে! নাই যদি নাও শুধু দেখেছিলে, এ কারণে প্রতিবিম্ব ঋণী থাকবে তোমার কাছে।