একশো এম এল

দেবগ্রাম, নদীয়া

একটু পরেই ভোর হয়ে যাবে। রূপসার একটুও ইচ্ছে করে না ঘরের বাইরে যেতে, কিন্তু উপায় নাই।

আকাশের চাঁদটা আজ খুব সুন্দর দেখাচ্ছে। 
ধুস্! এমন দিনে সত্যিই কাজে বের হতে ইচ্ছে করে না। এই সুন্দর রাত, নরম আলো, মোলায়েম বিছানা আহা! কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা!

রূপসার বড্ড আলসেমি লাগে। হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকা আনকোরা ছেলেটাকে দিয়েই কাজ চালানোর চেষ্টা করে।

এইসব কাজে বাছবিচার করে লাভ নেই। ভোর হতে চলেছে, আজ আর বেশি ফর্মালিটির সুযোগ নেই।
রূপসা একটা বিরক্তিকর হাই তুলে শ্বদন্ত দুটো সুন্দর করে সামনের ছেলেটার কাঁধ আর গলার মধ্যে বসিয়ে দেয়। আজকের মতো ও একশো এম এল-এই কাজ সেরে নেবে।

বৈশাখী ২০২৪