আজ বাড়িতে কেউ নেই

পূর্ব সিঁথি বাই লেন, কলকাতা

আজ বাড়িতে কেউ নেই,
       আমি আছি একা;
খালি আমার একটা ভয়,
        না হয়ে যায় ভূতের সাথে দেখা।
দেখছিলাম শুয়ে শুয়ে
       ইউটিউবে ভিডিও,
হঠাৎ দেখি আপনা আপনি
       চালু হয়ে গেল রেডিও!
ভয়ের চোখে তাকালাম
     সুইচ বোর্ডের দিকে,
মনে হল যেন দেওয়ালের
      ছবিটা গেল বেঁকে।
হঠাৎ মনে হল যেন
    কেউ চেয়ারে বসে,
আমার দিকে চেয়ে যেন
    মিটমিটিয়ে হাসে।
'ওরে বাবা' ভয়ে মরি, চেঁচিয়ে আমি উঠি,
হঠাৎ আমার ঘুম, স্বপ্ন দুটোই গেল ছুটি।।

বৈশাখী ২০২৪