ভোম্বলসর্দার

ক্যানসাস, আমেরিকা যুক্তরাষ্ট্র

ধরা যাক – অধরাকে নিয়ে এইভাবে শুরু করি আবার
নিচু নরম, কোমল নি-তে গান, অহংকার উপচাতে চায়
এ পুনরায় ভ্রমণে, দীর্ঘ নদীর মতন –গঙ্গা, পদ্মা, দামোদর – 
উপচে পড়ে সামান্য অসুখে, অবহেলায়, 
যৌবনে পাড়ভাঙা ছিলে তুমি, এখন ইতস্তত,
এখন তাকাও যমুনা, যমুনাবতী আমার,
জানোই তো অহং-এর কম্পন, 
তোমাকে পুরো দেখব বলে আমি অধিকার বাড়াচ্ছি
এই দাহক আলোয়, আমি আগলে রেখেছি তোমায়
ওজোন লেয়ারে, তুমি কি ঘননীল হবে তাতে, 
তুমি কি অম্বর হবে শাড়ী, কোনোদিন, 
আমার বিনোদন হেতু –
 
আর এই সব ছেড়ে, এই সব অশান্তি, কোলাহল,                     নথিভুক্ত অহংকার ছুঁড়ে আমি যদি অভিমান,
পোড়ো গ্রামের ভোম্বলসর্দার, আমি যদি 
টাটানগর চলে যাই?

1 Response

  1. Biman Kumar Maitra says:

    It’s a nice piece of work

বৈশাখী ২০২৪