ফ্যান্টাসি

বেথুয়াডহরি, নদিয়া

যে রঙের মেঘ ডাকলে তুমি গা থেকে ঝেড়ে ফেল ফ্যান্টাসি 
তারা আপাতত যাবতীয় কাঁটা টপকে বিদেশ ভ্রমণে গেছে 
দীর্ঘ নগর পরিক্রমা সেরে খালি পায়ে ফিরে ফিরে আসবে 
আসার সময় নিয়ে আসবে জল তল আর স্রোতের অবদমন। 

নোঙর ফেলতে দুটো পরিচিত হাত লাগে আর একটা লম্বা দড়ি 
আকাশের কিছু কিছু ঘাটে স্নান করতে আসে উঠতি যৌবন মেঘ 
তুমি তাদের জিওগ্রাফি দেখেছ মাত্র। বায়োলজি তো দেখনি 
তারা ইচ্ছে হলে নিজেদের মধ্যেও উচ্চতা বিনিময় করে নির্বিঘ্নে। 

এবার বলো কোন ঘাটে নোঙর ফেলবে? বুকে জোর আছে তো? 
ঘাটে লাগানো নীল ঘূর্ণিতে ডুব দিলে অবারিত পুণ্য সঞ্চয় হয় 
চারপাশে এত দিক থেকে ডাকছে এত এত রংবাহারি মেঘ  
চেনা স্বরের পি এইচ একবার কি রঙ মিলিয়ে মেপে দেখবে না? 

এই মরশুমে কেউ কেউ ছিটেফোঁটা বৃষ্টি উপহার দিতেই পারে 
কিন্তু সবাই একটা নিম্নচাপের আকাশ সাজিয়ে তুলতে পারে না। 

বৈশাখী ২০২৪