মায়ানৌকো

কলকাতা ৪২

মায়ামেঘ চতুর্দিকে, মায়াভ্রম অন্তরীক্ষে জাগে
অভিবাসন হাওয়া পাসপোর্ট নির্ধারিত নয়
তবুও ভ্রমণে ভেসে দশদিক আহ্লাদিত হয়
অভিখ্যা সম্পর্ক লেখে অনধিত গাঢ় অনুরাগে
বুকের পাঁজরে ক্ষয়, কশেরুকা থাকে পর্বভাগে
অগ্রন্থিত স্বরলিপি হৃদয়ের গান মনে রাখে?
কম্পাস ঠিকানা খোঁজে, নাবিকেরা জলকণা মাখে
দূরত্ব ভাসায় সব নোঙরের চিহ্ন থাকে আগে।

অদেখা সমুদ্র পারে ডিঙিনৌকো ভেসে গেলে
বিকেলের গাঙচিল তীব্র মনখারাপ নিয়ে থাকে;
বিদায় দিনের থেকে স্মৃতিগুলো জাগলিং খেলে
জলকেলি ফেলে রেখে রমণীরা ভুলে গেল কাকে?
মায়ামেঘ ভেসে মরে, মায়ানৌকো দাঁড় টানে জেলে
পুরনো বিষাদ মদ খায় শুধু ঢক ঢক ঢেলে।

বৈশাখী ২০২৪