যেটুকু বলে চলে গেলে বালুচরে হাহাকার বয়ে যায় যেটুকু দেখার জন্য উন্মুখ পর্দা সরে গেলে দেখাতেই সুখ ইঁটের পাঁজর থেকে তুলসীতলায় হেঁটে যাওয়া, জলছাপ পায়ের তলায়। বাতাসের সাথে সন্ধি করেছি কানের পাশ থেকে চুলগুলো সরিয়েছি চুপিচুপি ভীরু স্বরে ভালবেসেছি হৃদয়ে সোচ্চার স্পন্দন শুনেছি .........স্পন্দন শুনেছি! আসন্ন ধান উঠে জুড়েছে উঠোন ঝরেছে শস্য দানা, নবান্নের নিমন্ত্রণ! মুঠোয় ধরেছি যত, গলে গেছে তার চেয়েও বেশি! ছাইটুকু পড়ে আছে তাই ওর মধ্যেই ততটা মিশে আছি! কী আনন্দ, ফুরিয়ে ফেলায় যখন দেখেছি সব ঘুচেছে হেলায়! দুচোখে রাত্রি ঘনায়, কাজলের রেখায় ধুয়ে গেছে আলপথ, অসময় বৃষ্টি নামায়!
1 Response
অত্যন্ত সুলিখিত কবিতা। মুগ্ধ হলাম।