হাড়কাঁপানো পৌষ মাসে শীতের বুড়ি দৌড়ে আসে সঙ্গে আনে মরসুমি ফুল, মিষ্টি নলেন গুড়। শীতের মজায় সবাই মাতি, নরম রোদে চড়ুইভাতি – গরম গরম কচুরি হয়, কড়াইশুঁটির পুর। শীতকালেতেই পৌষমেলা কমতে থাকে দিনের বেলা, শীতের রাতে আগুন সেঁকে গরম করি গা, যতই ঘুরুক ছয়টি ঋতু, হয় না তো কেউ এমন থিতু, মজায় মেতে তাই গেয়ে যাই শীতের মহিমা। অষ্টম শ্রেণী, বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙামাটি, মেদিনীপুর