অভিব্যক্তি নিউ জার্সি
কবিতা / বৈশাখী ২০২৩
রাস্তা নেমে যাচ্ছে রাস্তার থেকে আরও গভীরে পথ নেমে যাচ্ছে ছায়া মুখ মুখের ওপর লেপটে থাকা অযুত নিযুত যুক্তির ইশারা নেমে যাচ্ছে ফেনা শুকিয়ে আছে বালির শরীর জুড়ে চোখের ওপর আরেকটা চোখ রেখে আমরা মেপে নিতে চাইছি মনের যাবতীয় স্পর্শ