নবনির্মিত সেই আলো জীবনে, এসেছিল যে এক রাতে। শিহরণ জাগাল মনে মনে, তবে রব মোরা একই সাথে। সবুজে বর্ণিত চণ্ডীর পাদদেশে, অবিচল পূর্ণ গতি পাক। আঁকাবাঁকা রাস্তায় তোমার আমার সঙ্গে, এই শ্যামল জীবন থাক। হঠাৎ গোধূলি একদিন এসে, বলল কেবল কানে কানে। তোমার প্রিয়া রবে না ভেসে, রবে না তোমার প্রাণে। আমি তোমারে পেয়েছি মরমে, আমার অনন্ত আকাশে। সেদিন দুজনে প্রেমের ভুবনে আশায় ছিলে এক পাশে। নিষ্ঠুর নির্দয় কালবৈশাখী এল, এ জীবন নিদারুণ এলোমেলো। মেঘ কালো গালিচায় ঢাকা, আমার হৃদয় একপ্রকার ফাঁকা।