একটি নোংরা-কবিতা লিখি। এখানে রাতারাতি বিখ্যাত হব বলে। জেগে থাকি যৌন-অবস্থায়। আমি বিভ্রান্ত নাবিক, আর বিছানাটা সমুদ্র হয়। একটি পবিত্র-কবিতার শব্দ তুলে, শব্দ বসাতে কেঁদেকেটে আমার বৈঠা ভেসে যায়। খালি হাতে লোনা-সর সরাতে সরাতে। এমন নৃশংস-সুন্দরে আকাঙ্খা-থানে গলাকাটা কবিতার--- রক্ত-স্নানে, আমার দেহ-সাধনার বিগ্রহে, দেবত্ব বিসর্জন হয়।