কে প্রথম বাইরে গেল, কেউ জানে না। কে প্রথম চোখ রাঙাল, কেউ জানে না। কে প্রথম হিসেব নিতে, কে প্রথম ভুলের হিসেব, কে প্রথম হিসেব ভুলের মাশুল গুনল, কেউ জানে না। কে প্রথম স্বপ্ন ছিঁড়ে নতুন একটা স্বপ্ন বুনল কেউ জানে না। শুধু এক অবুঝ শিশু, দু চোখের কান্না মুছে, স্বপ্নকে সরিয়ে দিল, শরীর আর জীবন থেকে- সে কথাও কেউ জানে না।