অম্বিকা-ভবনে

হাবড়া, উত্তর চব্বিশ পরগনা

ফাল্গুনের শেষ দিন, আলো নেমে আসে
দেবী সিদ্ধেশ্বরী লেন থেকে চন্দ্রাহত,
তোমার গরিমা আমি গাই আর কত!
ভবাপাগলার গান সাধকের পাশে...

এই ভূমি, এই ধূলি, ভক্তিপীঠ যত
বয়ে চলে মধুক্ষরা কোকিলের স্বর।
রাজা নাই, মন্দিরেতে সাধকের ঘর
যুগে যুগে কালে কালে বেদনার ক্ষত

দেখা দিল অমারাত্রে ভৈরবীর জটা।
কমলাকান্তের কালী অম্বিকা-ভবনে
বৈষ্ণবীয় গান রচে আজ্ঞা দিল ক্ষণে
ইতিহাস গঙ্গাতীরে আর ছিল কটা?

পুণ্য ভূমে লেখে প্রভু ভক্তের সমীপে
মহাকাল লিঙ্গ রূপে পূজ্য এই দ্বীপে...

বৈশাখী ২০২৪