প্রিয় ব্রাত্যজন

কাঁথি, পূর্ব মেদিনীপুর

নির্বান্ধব আলো বসন্ত পরিসরে---
আন্তরিক মায়াতে ঢেকেছ হৃদয়, 
সকল সাহচর্যে ডাকো হে মন্দ্র স্বরে 
আত্মা লাবণ্য আলো প্রেমিকা সদয়। 
ফেরাতে পারিনি তো আপ্লুত মায়ায়
প্রদীপের রাত্রি খোঁজে বন্ধুত্বে আলো,
সকল উচ্ছ্বাসে ভাসি আত্মার ছায়ায়
সানন্দা ঈশ্বরী কেমন সে মায়া ঢালো। 

স্পর্শহীন সময়ে তুমি শরীরী প্রতিমা
বিশ্বাসে সঁপে দিচ্ছে অন্তরঙ্গ কেউ,
অমরত্ব খুঁজে দেখে কি আত্মগরিমা
স্মৃতি ভাঙে আশাবরি অনাদৃতা ঢেউ ! 
কোন সময়ে ঈর্ষা তা জানে আত্মজন 
সকল বাসনায় বাঁধো প্রিয় ব্রাত্যজন। 

বৈশাখী ২০২৪