মহামিছিল

হরিনাভি, কলকাতা

চলো ফিরে যাই বইপাড়াতে,
যৌবনের টুঁটি ধরে ফিরিয়ে আনি বার্ধক্যের ঘরে
তুমি আমি আর এই পড়ন্ত বিকেলবেলা,
আমাদের বন্ধুত্বের সুতো ঢিলেঢালা কোরো না;
উত্তাল স্রোতে কচুরিপানার মতো ভেসে যাই আমরা।

এসো, একটা স্বপ্ন দেখা যাক--
হাসিখুশি, উতল বসন্ত হাওয়া, জনবহুল রাস্তা,
তুমি আর আমি মিশে গেছি জনঅরণ‍্যে,
হ‍্যারিসন রোড ধরে কলেজ স্ট্রিটের মোড়ে পুরোনো
বই-এর খোঁজে, নিভৃতে আলাপ হ'ল না আমাদের।

সব আশা, ভালোবাসা মিশে গেল আমজনতার মাঝে,
চেতনার অবিনশ্বর বঞ্চনাকে সঙ্গী করে,
এসো, আজ জনতার সঙ্গে কণ্ঠ মেলাই আমরাও
'বেকারহলে' সিমেন্টের বেঞ্চিতে বসে ভিজিনি আমরা,
একটা পুরনো বই-খোঁজে চলেছি তো চলেছি...

এটা গল্প হলেও পারত, কিন্তু এটা বইপাড়ার সত্যি গল্প।
বহু ব‍্যবহৃত কোনো পুরনো ভালোবাসায় ভর করে ছিল
পুরনো ঐতিহ্য, পুরোনো মূল‍্যবোধের সন্ধানে আমরা,
আজও তোমার ঠোঁটে গচ্ছিত নির্মল ভালোবাসা
মহামিছিলে আমি খুঁজে নেব ঠিক আমার সন্ধান।

1 Response

  1. Biman Kumar Maitra says:

    খুব ভালো হয়েছে

বৈশাখী ২০২৪