যাত্রা

বেঙ্গালুরু, কর্ণাটক

এক উঠোন লোক থাকলে চলে যাওয়া যায় না 
যেতে যেতে কিছু বলাও হয় না 
যা কিছু বলার ছিল ওই কদম গাছের নিচে রেখে এসেছি বহুকাল আগে 

তুমি ধীরে ধীরে নেমো
তোমার শরীরে শান্ত নদী 
অতলে বন্যা 
একটা ভাসানের আর্ত বুদবুদ 

পিছু পিছু তুমি আসছ জানি 
গুছিয়ে রেখো তোমার পুষ্পপত্র   রুপোর নোলক 
গঙ্গাস্নানের কাপড়   ঝুল বারান্দা   ঘুলঘুলি
তোমার আকন্দ ফুলের গাছ 

শুধু মনে রেখো 
আকন্দ গাছে নতুন কুঁড়ি এলে তবেই যাত্রা শুভ হয়। 

বৈশাখী ২০২৪