বেগুনি সার্টের বুকে ফুলকারি লোগো, স্বপ্নের ভোজঘরে ছেলেগুলো মই বেয়ে ওঠে নামে ছোটাছুটি করে। রঙিন দড়ির মই.... পাত্রে সুবাসিত অন্ন, ঘৃতে মাখামাখি, পলান্ন কি! আমার ঘুমের মধ্যে নাল পড়ে তেলচিটে বালিশ ভিজিয়ে, ক্ষিদে নিয়ে ঘুমোলেই এই স্বপ্ন দেখি, প্রতিবার... সেই মই উঠে গেছে সটান উপরে কোথায় কে জানে! বেগুনি সার্টেরা ডেকচিতে ডেকচিতে পাখির বাসার ঝোল, ল্যাভেন্ডার মধু নালশে পিঁপড়ের ডিম বিলি করে..... আহা ক্ষিদে! মাটি খেয়ে বেঁচে থাকা অপুষ্ট বাচ্চারা ড্রিম ল্যাডারের দিকে চেয়ে থাকে সটান যেখান থেকে নেমে আসছে ডেকচিতে ডেকচিতে....