যান্ত্রিক দিন - জমা করে ব্যস্ততা রোজের সমুদ্র সন্ন্যাস - ছুটে চলার আহ্নিক গতি; সংলগ্নতাও বিপন্ন প্রবাস - একা ...মিশে যাওয়া নয় -যেন মিছিল শেষে বিচ্ছিন্নতা বোধ মোহ রোদে দেখাশোনা আজও, জীবনের গতানুগতিক প্রতিশোধ । জীবন নির্দায়; প্রবাহ খতিয়ে দেখে - কিছু পরিচয়প্রবণ - যেমন -সনির্বন্ধ স্রোত, তীর মার্জিন - দূরেই সংক্রমণ; সংলাপগভীর মুখ; ইতিহাস মানে শুধু যাযাবর পরিধান - শিরোনাম জানে কাহিনিরা আসলে বদলে যাওয়া ক্ষতস্থান । ক্ষত বা গুহাবাস – ক্লান্ত আবাসনে সেলাই সে স্বগত কথন - দিন থেকে রাত মুদ্রাদোষ; কাটাছেঁড়া শুধুই সুনামি সহন ... শহরের রাতত্বক - ছুঁয়ে দেখো আন্তরিক ধাতব শীতলতা - বুভুক্ষ চোরাবালি -চক্রব্যূহ- চক্রবৎ থাকাটাই প্রথা...