শীতের বনে ঝরাপাতা হরিণী চোখ দৌড়ে বেড়ায় শাল-শিমূলের ছায়ার অন্তরালে আমার চশমা হারিয়ে গেছে বন-পাহাড়ের ঢালে। হঠাৎ হাওয়ায় শিউরে ওঠে বুনো লতার ঝাড় আলো ছায়ার ফাঁকে ফাঁকে আমার দৃষ্টি খোঁজায় কাকে পাহাড় - ঝোরা- অরণ্য তোলপাড়। শালের বনে কাদের লুকোচুরি পাতা ঝরার শব্দে কারা চমকে ওঠে আবছা ঘোরাঘুরি। ছেঁড়া রোদের নকশাকাটা শীতের হলুদ বন আমার চশমা খোঁজে না আর অবুঝ প্রিয়জন। ঘাসের ভিড়ে আকুলবিকুল খেলা রহস্যময় গল্প জমে চোরাগোপ্তা মনে দেখা হবে পাতা ঝরা বনে।।