ভাইরাসটি আবলুস কাঠের মতো পিচ্ছিল! এরা দলবেঁধে জন্মায় রক্তস্রোতের নিউক্লিয়াসে! প্রথমে ঘোড়দৌড়ের আর এন এ থেকে এরা সংগ্রহ করে অশ্বশক্তি! তারপর ঝাঁপ! হিমোগ্লোবিনের হাত ধরে ফুসফুসের রাজপথ, সেখানে ইতিমধ্যেই জড়ো শতাধিক বিদ্রোহী প্লেটলেট! দ্রুত তৈরি হয় কাউন্ট প্যাঁচানো অজস্র শ্লেষ্মাসিঁড়ি! ভাঙাচোরা শ্বাসকষ্ট। ঠোঁটফাটা অক্সিজেন! বাতাসের গুমোট কিছুতেই কাটাতে পারেন না মিঃ ভেন্টিলেটার! শেষ পর্যন্ত ভাইরাসের কাছে হার স্বীকার করে রক্তচাপের চেকপোষ্ট।