ভ্যানিশ

আমার প্রতিটা কবিতাই ম্যাজিক 
প্রতিটা ম্যাজিকেই আমার কবিতা

আমার কবিতায় জাদুকরের উত্তরীয় নদী হয়ে যায়
টুপি হয়ে যায় কালো তিল...

দুঃখরা খরগোশের মতো চুপ
তাসরা উদ্দাম, যেন সময়

আমার কবিতায় শব্দরা জাদু জানে,
তবু পা কাটলে
রক্ত চুঁইয়ে পড়ে পাঁচিলের 
গায়ে
প্রতি রক্তবিন্দুকে পায়রা বানিয়ে 
আকাশে ওড়ানোই আমার কাজ

কারণ, আমার প্রতিটা কবিতাই ম্যাজিক 
প্রতিটা ম্যাজিকই আমার কবিতা

লেখা হয় পাঠককে ভ্যানিশ করবে বলে...

বৈশাখী ২০২৪