কানে দুল নেই, গলা ফাঁকা, হাতও - জানো না, এই শহরের প্রত্যেক দিন এক একটা পরবের নামে লেখা প্রত্যেকদিনই সেজে থাকার ভালোলাগা ইচ্ছেদের কেউ দেখে না, কেউ ছোঁয় না একান্ত এই ভালোলাগা, মন্দ লাগার পাত্তা দেয় না শহর, আর তার ব্যক্তিবর্গ সবাই কেমন, হুলুস্থুলু ছুটে চলেছে তুমি দেখছো? এই শহরের মানুষেরা বুঝে ওঠার আগে, প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে আমি দিলাম একান্ত নিজস্ব যা গায়ে জড়াও, এই উদাত্ত বাতাসের পিঠে নাম লেখো, তোমার কাজ শেষে না হয় ফিরিয়ে দিও, তখন আর বলব না জড়িয়ে রাখো পরব ভাঙলে কেউ দেখবে না তোমার দিকে তুমি তখন ইচ্ছেস্বাধীন উড়তে উড়তে টাইগার হিল বা সান্দাকফু তবে সূর্য নামলে আসতে পারো রূপনারায়ণের জলের কাছে, দুহাতে ভিজিয়ে দিও উপার্জিত সব অলংকার মাঝের এই সময়টুকু জড়িয়ে নাও, ইচ্ছেগুলো না হয় তুমি পুষে রাখলে, মাঝের এই সময়টুকুই মানিয়ে নেওয়ার বরাত জেনো...