ধরা যাক এই মলমাসটার নাম দেওয়া হয়েছে সম্পর্কস্থাপন। এর কার্নিশ থেকে মূল্যবোধের ভাঙচুর চেয়ে আছে প্রশস্ত রাজপথের দিকে। যতটুকু শ্রবণশক্তি জমে থাকে বদ্ধ জলাশয়ে তার থেকে বহুগুণ দামামা বাজে হাওয়ার অক্ষরে। বৃক্ষের উন্মীলন শুধু আলোর পথে আর একটু স্পর্শকাতরতা। নিঃসঙ্গ এই আকাশ, নিঃস্ব এই বনানী চারিদিকের নিরেট স্পর্ধার দিকে চেয়ে মিটিমিটি হাসে ভরাট শূন্যতা। একদিন ঠিক এই শব্দের কৃত্রিমতা সরে যাবে রঙের হোরি খেলা হবে আগামী বহমানতায়।