সুতো জড়ানো সেতু

চুঁচুড়া, হুগলি

যত সুতো ছাড়ি জড়িয়ে ফেলো আষ্টেপৃষ্ঠে 
টানাপোড়েন চলে অনির্বাণ মোহে
উপোসের দিনলিপি থেকে
পোড়া মদনের নাভির গন্ধ বেরোয়
বুক পকেটে ঢুকে পড়ে মেঘ
বারিধারা অশ্রুত
জীর্ণ মাদুরের আত্মা, ছেদন গ্রন্থির চিৎকার 
শুনতে শুনতে বেতারদুপুর কাটে

মোহনাই যদি লক্ষ্য 
তবে সিধে চলনই তো ছিল শ্রেয়                          
বঙ্কুবিহারী মতো কটাক্ষ নিক্ষেপের কী কারণ? 
চড়াই-উতরাইয়ে পদস্খলন অস্বাভাবিক নয়, 
সমতল করতলে কেন এই বিষমীভবন! 

বৈশাখী ২০২৪