আরশির দরবার

হাবড়া, উত্তর ২৪ পরগণা

তোমার গায়ে লেগে থাকা সভ্যতার চামড়া প্রতিদিনই খসে পড়ে, কোথাও না কোথাও।
তোমার শরীরের উপর অঙ্গার রাখা থাকে; 
আর ছাইয়ের গাদায় দু'মুঠো অঞ্জলি ছুঁড়ে
ক্ষত ঢাকে বিবেক, আরশিতে বারবার ।
তোমার নিয়মরীতি ইটের দেওয়াল 
কারো বুকের উপর পাথর চাপা দিয়ে, 
মেলে ধরে খোলা আকাশ, দক্ষিণের বড় বারান্দায়....
আর বসন্ত এলে, শুকনো পাতার মত  
জমা পড়ে মানবতার লাশ ।
দু'মুঠো অঞ্জলি ছুঁড়ে ফেলা হয় ছাইয়ের গাদায়,
চলে বিবেক-আরশির দরবার।।

বৈশাখী ২০২৪