ইচ্ছার ফসল

  
পাখনা মেলে উড়ে গেছে মেঘকন্যা মেয়ে 
বুকের ভেতর ডানার কাঁপন বিলম্বিত লয়ে 
মৃদঙ্গে মন্দ্রিত তার ধ্বনি 
তার নূপূর বাজে রিনিঝিনি 
নিত্য নতুন মঞ্জুল অনুভব কামনায় যায় ছেয়ে 
উদাসী বাউলের একতারা সুর গেছে সে গেয়ে।
আমার মনের সবুজ ক্ষেত শুধু জল ছুঁয়ে শুয়ে 
গভীর ভালোবাসায় ভেজা মাটি সোঁদাগন্ধ গায়ে 
মানুষ চেনার নেই ঠিকানা 
নিজেকে নিজেই হয় না জানা 
সব বাধা টপকে ইচ্ছার ফসল দিই তোমার পায়ে।

বৈশাখী ২০২৪