কে বাজায় বাঁশি! গলে যাওয়া চাঁদে পাগল পেরোয় জুনহাই! 'রক্ত' লিখেও কেটে দিয়ে লেখা 'খুন'-এ মৌতাত খোলতাই! প্রণয়...বারুদ...দেবার্চনা...কী নিয়ে কলম লেখেনি! কলম দুর্বার... প্রাণের মাধুরী বিহঙ্গসম উড়েছে অলীক উড়ানের টানে এন্তার। শব্দরা জানে, উপমা উজানে কোনদিনও হার-না-মানার তেজ ফুলকি- বাঙ্ময় নৈঃশব্দের ঋণে স্বরলিপি জুড়ে লাস্যে লহরে উল্কি! উপলব্ধির আকীর্ণ ধারা আচমন থেকে আজানের পথে হারালে, ওগো বাঁশুরিয়া, স্পর্শের ধুনি, ধিকিধিকি নয় দাউদাউ কেন জ্বালালে! তবু অভিমান পথ খুঁজে পেল আলাদা, অবোধ বুঝিনি, আদৌ বুঝিনি...