জল বিষয়ক

  
১) 
আমি আপনার দিকে তাকিয়ে আছি। আমি আপনার দিকে তাকিয়ে আছি আর বৃষ্টি পড়ছে।

২) 
পেছনে কালো ক্যানভাস আকাশ। গুড় গুড় করে মেঘ ডাকছে। যেন কোন ঘুমন্ত আগ্নেয়গিরি এবার নতুন ইনিংস শুরু করবে।

৩)
মাথার ওপর জোয়ান বট গাছ। যার প্রতিটি দ্বিপত্রের ফাঁকে লাল শিশু শিশ্ন জাগ্রত হচ্ছে একটু একটু করে। 

৪)
আমি আপনার দিকে তাকিয়ে আছি আর ডুবে যাচ্ছি। কেমন জানেন , যেমন করে মধ্য রাতে ঘর বাড়ি খামার ঝুপ ঝুপ ডুবে যায় গঙ্গার অথৈ বুকে। ক্রমে ক্রমে। 

৫) 
চোখের সামনে একটি প্রাচীন দেয়াল। তাতে পুরোনো দরজায় তালা। সমস্ত ভিজে চলেছে। যদি তালার আগে দরজা বা দরজার আগে চৌকাঠ ভেঙে পড়ে আমি হুড়মুড় করে ঢুকে পড়ব।

৬)
আমার পায়ের চটি ক্রমশ গেঁথে যাচ্ছে ইঞ্চি তিনেক কাদার নীচে। জল উঠছে। জল ঝরছে। জল ভাসছে ও ভাসাচ্ছে আর আমি কেবল আপনার দিকে , আপনারই দিকে একান্ত অনুগত আরক্ত তাকিয়ে আছি। 

৭)
আমাকে উদ্ধার করুন বা পরিহার। যেকোন একদিকে হাঁটতে দিন অথবা হাঁটুন ... প্লিজ!

বৈশাখী ২০২৪