কিছু মেঘ এখনও পুবাকাশে
সূর্য উঠলে রাত্রি শেষ হয়
অন্ধকারে লিখে রাখা আত্মবিলাপ
আজ আলোর খোঁজে
মাস্তুলে হওয়া লেগেছে ...
তোমার পথে নোঙর করো নৌকা
ব্যবধানে রেখো একটা চিরকুট
আমি দেশ ছাড়িয়ে আজ মহাদেশের পথে
একটা পৃথিবী আঁকাই যায়
জল রঙে আমার ভারত উঁকি দেয় ধানক্ষেতে।